রাজনীতিতে সবই সম্ভব। দিলীপ-বিতর্কে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন একটাই, দিলীপ কী ঝুঁকছেন ঘাসফুল শিবিরে? এই জল্পনার মাঝেই সদ্য বিবাহিত প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মহম্মদ আফতাব উদ্দিন। এ প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, ‘আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে!’ যদিও আফতাব স্পষ্ট ভাষায় বলেন, ‘দিলীপ ঘোষ একজন বড় নেতা। তাঁর বিয়ের পর আমার সঙ্গে এটাই প্রথম সাক্ষাৎ, দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য তাঁকে শুভেচ্ছা জানালাম।’ উল্লেখ্য, রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রাতঃভ্রমণে যান দিলীপ। আফতাবও প্রাতঃভ্রমণে ইকোপার্কে প্রায়ই আসেন। প্রাতঃভ্রমণের কারণেই উভয়ের মধ্যে আগেও একাধিক বার বার্তালাপ হয়েছে। এদিনও দিলীপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আফতাব।
এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘আফতাব আমার পাড়ার ছেলে। আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন সবাই আমাকে নেতা বলে মানছে। আমার মধ্যে কী যোগ্যতা দেখেছেন, আমি জানি না। তাঁদের প্রতি আমার শুভেচ্ছা।’ আফতাবের বক্তব্য, ‘এখানে রাজনৈতিক জলঘোলার কোনো বিষয় নেই। দিলীপ ঘোষ আমার পূর্ব পরিচিত, মর্নিং ওয়াকের সূত্রে আমাদের প্রায়ই সাক্ষাৎ হয়। দ্বিতীয় ইনিংস শুরু করেছেন, তাই শুভেচ্ছা জানালাম। তাঁর সুস্বাস্থ্য কামনা করি।’ আফতাব শুভেচ্ছা জানিয়ে কী বললেন দিলীপকে? সামান্য হেসে আফতাবের জবাব, ‘বললাম, দিলীপদা খেলা হবে। কেমন খেলা হবে সেটাও আগামী দিনে দেখা যাবে।’
Advertisement
উল্লেখ্য, এদিন আফতাব-সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্বদের পরনে ছিল ‘খেলা হবে’ লেখা টি-শার্ট। তাহলে এই টি-শার্ট কী কোনো ইঙ্গিতপূর্ণ বার্তাবহন করছে? জল্পনা উড়িয়ে আফতাব বলেন, ‘এই পোশাক পরেই আমরা প্রাতঃভ্রমণ করি। এমনকি রাজারহাট নিউটাউনের বহু অনুষ্ঠানে আমরা খেলা হবে লেখা টি-শার্ট পরেই অংশগ্রহণ করি।’ প্রসঙ্গত, পৃথক রাজনৈতিক দলের নেতৃত্বদের একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন রাজনীতিতে নতুন বিষয় নয়। তবে বিগত কয়েকদিনে দিলীপকে কেন্দ্র করে বিজেপির অন্দরের ঝোড়ো হাওয়া বিষয়টিকে অন্য নজরে দেখতেই বাধ্য করছে বলে মত রাজনৈতিক মহলের। সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ ঝড় তুলেছে বঙ্গ পদ্ম শিবিরে।
Advertisement
Advertisement



