• facebook
  • twitter
Thursday, 23 January, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে উঠল নিষেধাজ্ঞা, দিন-রাত চলবে বাইক মা উড়ালপুলে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একদিনের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পুলিশ। এখন থেকে দিন-রাত বাইক চলতে পারবে মা উড়ালপুল দিয়ে।

File Photo (IANS)

পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে বৃহস্পতিবার কড়া মনোভাব প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সৎ এবং দক্ষ পুলিশ অফিসারদের কাজের সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। পুলিশের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কাজ কি শুধুই সবকিছু বন্ধ করা?’

রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘কোনও ভিআইপি এলে বাড়ি-দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেগুলো চালু রেখেও কাজ করা সম্ভব। মা ফ্লাইওভারে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতির সীমা বেঁধে দিতে হবে এবং এমন ব্যবস্থা নিতে হবে যাতে কেউ গাড়ি ঘোরাতে না পারে।’

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একদিনের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পুলিশ। এখন থেকে দিন-রাত বাইক চলতে পারবে মা উড়ালপুল দিয়ে। তবে শর্ত একটাই—গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিধি ভঙ্গ করলেই দিতে হবে জরিমানা ।

উল্লেখ্য, মা উড়ালপুলে বারবার দুর্ঘটনার ঘটনা সামনে আসায় পুলিশ প্রশাসন চিন্তিত ছিল। এই ফ্লাইওভারের নিরাপত্তা এবং টেকনিক্যাল দিক খতিয়ে দেখার আশ্বাসও দে নগরপাল মনোজ ভার্মা।

রাতের বেপরোয়া বাইক চালানো এবং বাইক রেসিং বন্ধ করতে কলকাতা পুলিশ আগেই সিদ্ধান্ত নিয়েছিল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলে বাইক চলাচল নিষিদ্ধ থাকবে। তবে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতাল বা জরুরি প্রয়োজনে মা উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিস ফেরত যাত্রীদেরও তাড়াহুড়ো থাকে। কাজেই বাইক চলাচল পুরোপুরি বন্ধ করা ঠিক নয়।’