কলকাতা পুলিশের জালে দুই বাইক চোর। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১০টি বাইক। পুলিশ জানিয়েছে, এর পিছনে আন্তঃরাজ্য চক্র রয়েছে। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গত কয়েকমাস ধরে পর্ণশ্রী, দক্ষিণ বন্দর, বেহালা, ওয়াটগঞ্জ, তারাতলা থানা এলাকা থেকে একাধিক বাইক চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম স্বপন মণ্ডল এবং তাঁর সহযোগী অরুণ ভুঁইয়া (৩৪)। ধৃতদের জেরা করে উদ্ধার করা হয় চুরি যাওয়া ১০টি মোটরবাইক। তদন্তকারীরা জানতে পেরেছেন, দিনের পর দিন কারও বাইকের প্রতি নজর রাখা হত। বাইকের মালিক কখন, কোথায়, কতক্ষণ গাড়ি রাখছেন, সবকিছুর উপর নজর রাখা হত। এরপর মাস্টার কি দিয়ে অপারেশন করা হত। ধৃতদের কাছ থেকে গাড়ি চুরির একাধিক সরঞ্জামও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
এদিকে সাইবার প্রতারণার মাধ্যমে বিদেশিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম প্রকাশ দাস। তাঁর কাছ থেকে নগদ ৭ লক্ষ ৭৬ হাজার টাকা এবং প্রায় ৭০ গ্রাম সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার লেক থানা এলাকার সেলিমপুরে এবং বেহালা থানা এলাকার রায়বাহাদুর রোডে দুটি কল সেন্টারে হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।