বৃষ্টি বিপর্যয়ে নাজেহাল কলকাতা-সহ বাংলার বিস্তীর্ণ অঞ্চল। বৃষ্টির জমা জলে পরে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ সর্বত্র এলাকা জলমগ্ন। মঙ্গলবার সকালে নেতজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবু কুণ্ডু নামে এক ফল বিক্রেতার। এদিন সকালে এলাকা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন তিনি। কোনও কারণে বিদ্যুতের খুঁটিতে হাত দিলে সঙ্গে সঙ্গে তড়িদাহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
Advertisement
একবালপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। নাম জিতেন্দ্র সিং। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর থেকে মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী মোট মৃতের সংখ্যা ৯। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Advertisement
পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস মতো সোমবার রাত থেকে কলকাতা সহ শহরতলিতে বৃষ্টি শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী, ৫ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর, যা রেকর্ড। ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জলবন্দি মানুষ। কলকাতার বহু বাড়িতে ঢুকেছে জল। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন।
Advertisement



