পর্ণশ্রী থানার একটি প্রতারণা মামলায় ওড়িশার নন্দনকানন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম আশীর্বাদ দাস ওরফে মুন্না। অভিযোগ, ধৃত ব্যক্তি শেয়ার মার্কেটে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ করে।
পুলিশের সূত্র অনুযায়ী, অভিযোগকারীকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে বলা হয়েছিল যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে মূলধনের ওপর মোটা সুদসহ টাকা ফেরত দেওয়া হবে। এই প্রতিশ্রুতি বিশ্বাস করে অভিযোগকারী ১১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনও লাভ বা মূলধন ফেরত না পাওয়ায় অভিযোগকারী প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং পুলিশে অভিযোগ দায়ের করেন।
Advertisement
তদন্তে পুলিশ জানতে পারে, অভিযোগকারী বিনিয়োগ করা ১১ লক্ষ টাকার মধ্যে ৮ লক্ষ টাকা আশীর্বাদ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই টাকা বাজেয়াপ্ত করেছে। ঘটনায় অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
Advertisement



