দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক সোনার দোকানে অনলাইনে টাকা পাঠানোর নামে প্রতারণার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক মহিলা অনলাইনে টাকা দিয়েছেন বলে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে প্রায় ৫৬ হাজার টাকার গয়না নিয়ে চম্পট দেন। পরে দেখা যায়, আসলে কোনও লেনদেনই হয়নি। ঘটনায় ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট দোকানের মালিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে লি রোডের একটি মলের ভিতরের সোনার দোকানে। গত মাসের শেষে এক সুবেশা মহিলা দোকানে এসে বিভিন্ন গয়না ঘুরে ঘুরে দেখেন এবং নানা প্রশ্ন করেন। শেষে একটি সোনার চেন পছন্দ করেন তিনি। যার দাম ছিল ৫৫ হাজার ৮০৭ টাকা। মহিলা দোকানকর্মীদের জানান, তিনি অনলাইনে টাকা মেটাবেন। কর্মীরা সম্মত হলে, ব্যাঙ্কের যাবতীয় তথ্য নিয়ে মোবাইলের স্ক্রিনে টাকা পাঠানোর ‘প্রমাণ’ দেখান তিনি। স্ক্রিনে লেনদেন সফল হয়েছে বলেই ভেসে ওঠে।
এরপর ওই মহিলা জানান, তিনি তাড়ায় রয়েছেন। দোকানের কেউই তাঁর ওপর সন্দেহ করেননি। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই না করেই তাঁকে যেতে দেওয়া হয়। কিন্তু কয়েকদিন কেটে গেলেও দোকানের অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনা। তখনই প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, ইনভয়েস অনুযায়ী মহিলা একটি ঠিকানা ও মোবাইল নম্বর দিয়েছিলেন। নম্বরে প্রাথমিকভাবে যোগাযোগ সম্ভব হলেও পরে তা বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে মহিলার সঙ্গে কিছু কথোপকথন হলেও সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন দোকানকর্মীরা। বর্তমানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশের অনুমান, ভুয়ো অ্যাপ ব্যবহার করেই এই প্রতারণা চালানো হয়েছে। এর পেছনে কোনও চক্র জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।