• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাড়তি গরমে বিশেষ নজর স্নিফারদের পরিচর্যায়

কলকাতা পুলিশের এক কর্তা জানাচ্ছেন, শহরের কোথাও সন্দেহজনক কিছু পাওয়ার খবর এলে স্নিফার কুকুরদের সংশ্লিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়।

কলকাতা পুলিশের হাতে বর্তমানে রয়েছে ৪১টি কুকুর। এর মধ্যে রয়েছে ল্যাব্রাডর, জার্মান শেপার্ড এবং ডোবারম্যানের মতো ব্রিড। শহরের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩২–৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই গরমের হাত থেকে ডগ স্কোয়াডের সদস্যদের সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে লালবাজার। তাদের খাবারের মেনুতেও আনা হয়েছে বদল। পশু চিকিৎসকরা নিয়মিত কুকুরদের পরীক্ষা করছেন, দেওয়া হচ্ছে স্যালাইনও।

বদল হয়েছে ট্রেনিং এর টাইমেও শরীর যাতে সুস্থ থাকে সেজন্য ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ও বিকালের ট্রেনিং শুরু হচ্ছে বেলা চারটে থেকে চলছে সন্ধ্যে ৬টা পর্যন্ত। বন্ধ রাখা হয়েছে আলিপুর পুলিশ ট্রেনিং স্কুলের আউটডোর প্রশিক্ষণ সময়, বেড়েছে সকাল বিকাল সাঁতারের সময়। গরমের কারণে দুপুর ১ টার আগেই তাঁদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে ওই সময়ে।

Advertisement

কলকাতা পুলিশের এক কর্তা জানাচ্ছেন, শহরের কোথাও সন্দেহজনক কিছু পাওয়ার খবর এলে স্নিফার কুকুরদের সংশ্লিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। তবে, বিশেষ প্রয়োজনে বের করতে হলে অবশ্যই কুলিং জ্যাকেট ও আইস বক্স রাখার কথাও বলা হয়েছে। পাশাপাশি বাইরে ডিউটিতে নিয়ে গেলে স্নিফার ডগ হ্যান্ডলারদের সঙ্গে অবশ্যই ভেজা তোয়ালে এবং গ্লুকোজ রাখার কথা বলা হয়েছে। ওই ভেজা তোয়ালে দিয়ে বারবার শরীর মোছানোর পরামর্শও দেওয়া হয়েছে। কমানো হয়েছে তাদের পাতে দেওয়া মাংসের পরিমাণ।

Advertisement

Advertisement