নেতা-মন্ত্রী থেকে তারকা, গোটা বাংলা জুড়ে সকলেই মেতে উঠেছেন বাগদেবীর আরাধনায়। বাদ গেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ও। নিজের বাড়িতেই সপরিবারে বাণী বন্দনায় শামিল হলেন তিনি। প্রতি বছরের মতো এবারও অভিষেকের সঙ্গে দেবী সরস্বতীর পুজোয় আগাগোড়া হাজির ছিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দোপাধ্যায়ও। পুজোর বিপুল কাজে সঙ্গ দিয়েছে অভিষেকের দুই সন্তান। সোমবার অভিষেক এই পুজোকে ঘিরে তাঁর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ বস্ত্র পরিধান করে সকলেই বাগদেবীর আরাধনায় মগ্ন।
এ প্রসঙ্গে অভিষেক জানিয়েছেন, ‘বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে আমি আমার পরিবার এবং সহকর্মীদের সঙ্গে মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে যোগ দিয়েছি, যিনি জ্ঞান, বুদ্ধি এবং শিল্পের চিরন্তন উৎস। তিনিই শিক্ষার মূল উৎস, যিনি অজ্ঞতা দূর করে ঐশ্বরিক শক্তিতে জ্ঞান ও সৃজনশীলতার পথ আলোকিত করেন। তাঁর আশীর্বাদ মনকে সত্যের সন্ধানে, শিল্পীদের সৃষ্টিতে ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত করে। তাঁর আলোকিত উপস্থিতিতে জ্ঞান প্রকৃত প্রকাশ খুঁজে পায় এবং প্রতিভা তার অসীম সম্ভাবনা আবিষ্কার করে।’
এরপর শুভেচ্ছা জানিয়ে অভিষেক আরও বলেন, ‘মা সরস্বতী প্রত্যেক ছাত্র এবং শিল্পীকে স্বপ্ন দেখার জ্ঞান, সৃষ্টি করার সাহস এবং শ্রেষ্ঠত্ব অর্জনের অধ্যবসায় দিয়ে আশীর্বাদ করুন। তাঁর ঐশ্বরিক কৃপা আমাদের যুবসমাজকে আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করুক, যেখানে বুদ্ধি এবং শিল্প সমানভাবে বিকশিত হয়। হাত জোড় করে, আমি মা প্রজ্ঞা-দায়িনীর চরণে সকলের জন্য প্রজ্ঞা, জ্ঞান এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।’
উল্লেখ্য, অভিষেক প্রতিবছরই নিজের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেন। তাতেই শামিল হয় অভিষেকের গোটা পরিবার। সেই তালিকায় থাকেন সাংসদের সহকর্মীরাও। এবারও তার ব্যতিক্রম হল না। অঞ্জলির মাধ্যমে বাগদেবীর আরাধনা শেষে সরস্বতীর চরণে নতমস্তকে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করলেন অভিষেক বন্দোপাধ্যায়।