• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

ভুয়ো ভোটার ইস্যুতে বৈঠকে অভিষেক

থাকবেন সর্বস্তরের নেতারা

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সমাজমাধ্যম।

ভুয়ো ভোটার ইস্যুতে শনিবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত কোর কমিটির সদস্যরাই নয়, এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বস্তরের নেতারা। বৃহস্পতিবার জানা গিয়েছে, সমস্ত জেলার সভাপতি, সাংগঠনিক জেলার চেয়ারম্যান সহ কলকাতা পুরসভার কাউন্সিলরদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে। পাশাপাশি সব জেলা পরিষদের সভাপতি, বিধায়ক এবং সাংসদকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে মনে করা হয়েছিল, অভিষেকের এই বৈঠক খুব বড় আকারে করা হবে না। কিন্তু পরে জানা যায়, দলের সর্বস্তরের নেতা কর্মীদের ভুয়ো ভোটার নিয়ে বার্তা দিতে চলেছেন অভিষেক।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন। ভোটার তালিকা স্বচ্ছ রাখতে সময়ও বেঁধে দিয়েছিলেন তিনি। এই কাজ পর্যালোচনা করার জন্য একটি কমিটি গড়ে গিয়েছিলেন মমতা। ৩৫ জনের সেই কমিটির নেতৃত্বে রয়েছেন সুব্রত বক্সি। এই কমিটির দ্বিতীয় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

গত সপ্তাহে তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে প্রথম বৈঠকে বসে মমতার গড়ে দেওয়া কমিটি। এই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক। তবে এই বৈঠক থেকেই জানিয়ে দেওয়া হয়, ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। পরে জানা যায় এই বৈঠকের দিন পরিবর্তন করে ১৬ মার্চ করা হয়েছে। কিন্তু পরে আবার ১৫ মার্চ তারিখেই বৈঠক হবে বলে জানানো হয়। এই বৈঠক থেকে অভিষেক কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে দলের নেতা কর্মীরা।

প্রসঙ্গত, ভোটার তালিকা স্ক্রুটিনির কাজের সুবিধার জন্য সুব্রত বক্সির নেতৃত্বে আয়োজিত বৈঠকে জেলাভিত্তিক কোর কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু দুপুরের সেই সিদ্ধান্ত রাতেই স্থগিত হয়ে যায়। তখন জানা যায়, জেলাভিত্তিক কোর কমিটি সম্পর্কে মমতা জানতেন না। তিনি জানতে পেরেই কমিটি গড়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন।

মনে করা হচ্ছে, ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ কীভাবে পরিচালিত হবে তার সামগ্রিক রূপরেখা শনিবারের বৈঠক থেকে তৈরি করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্ব মেনে নিয়েছে, শুধুমাত্র সাংগঠনিক শক্তি থাকলেই ভুয়ো ভোটার ইস্যুতে সাফল্য পাওয়া সম্ভব নয়। উন্নত প্রযুক্তিকে হাতিয়ার করে লক্ষ্যে পৌঁছতে হবে। এক্ষেত্রে সমীক্ষারও বিশেষ গুরুত্ব রয়েছে। এই সংক্রান্ত বিষয়ে দলে নেতা কর্মীদের বিশেষ পাঠ দেবেন অভিষেক। পাশাপাশি পেশাদার সংস্থা আইপ্যাকের কর্মীদের সঙ্গে সহযোগিতারও নির্দেশ দেওয়া হতে পারে। এর আগে তৃণমূলের মহাসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আইপ্যাককে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন।