• facebook
  • twitter
Thursday, 22 January, 2026

ভুয়ো অনলাইন পেমেন্ট দেখিয়ে রুপোর কয়েন হাতিয়ে ধৃত

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করা হয় তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভুয়ো অনলাইন পেমেন্ট দেখিয়ে রুপোর কয়েন হাতিয়ে পালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পোস্তা থানায় দায়ের হওয়া একটি মামলায়, লালবাজারের ডিডি-র ওয়াচ সেকশনের তৎপরতায় ধরা পড়েছে ওই অভিযুক্ত। ধৃতের নাম বিশাল চোপড়া। তিনি হেস্টিংস এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পোস্তা থানার অন্তর্গত একটি গয়নার দোকানে যান বিশাল। সেখানে তিনি পাঁচটি রুপোর কয়েন কেনেন, যার মোট মূল্য প্রায় ৮০ হাজার ৫০০ টাকা। অনলাইনে টাকা মিটিয়ে দেওয়ার কথা বলে দোকানদারকে একটি ভুয়ো পেমেন্টের এসএমএস দেখান অভিযুক্ত।

Advertisement

সেই বিশ্বাসে দোকানদার কয়েনগুলি তুলে দিলে সেখান থেকে পালিয়ে যান তিনি। পরে দোকানদারের ছেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেন, কোনও টাকা জমা পড়েনি।
ঘটনার পর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করা হয় তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে পাঁচটি রুপোর কয়েন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

Advertisement