কলকাতার অন্যতম বিপণন কেন্দ্র নিউ মার্কেট সংস্কারে বরাদ্দ হয়েছে ২৬ কোটি ১৮ লক্ষ টাকা। নতুন করে মার্কেটকে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছিল রাজ্য পুরসভার বাজার বিভাগ। এই কাজে সাহায্যের দায়িত্ব দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলকে।
সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে মুর্শিদাবাদ জেলার কান্দির বিধায়ক অপূর্ব সরকার নিউ মার্কেট সংস্কারের ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই জন্য ৬৪ হাজার ৮২৭ টাকা দেওয়া হয়েছে।
Advertisement
এছাড়াও, নিউ মার্কেটের ক্লক টাওয়ার সংস্কার করার বিষয়টি এই প্রকল্পের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ভবনের স্থায়িত্বের জন্য মাটির নীচে চারপাশে ২.৯ কিলোমিটার দীর্ঘ টাই বিম বসানোর সিদ্ধান্তও নিয়েছেন। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও এটি নিরাপদ থাকবে।
Advertisement
Advertisement



