• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৃষ্টি আর না হলে কলকাতার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে ১০-১২ ঘণ্টা জানাল পুরসভা

কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিংয়ের তরফে এমনটাই জানানো হয়েছে

উৎসবের মরসুমে এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে দেখেনি শহর কলকাতা। সোমবার রাত থেকে এক নাগাড়ে চলা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ শহরতলি। মঙ্গলবার সকালেও তার রেশ কাটেনি। বানভাসি শহরে জনজীবন প্রায় স্তব্ধ। বৃষ্টি যদি আর নাও হয়, তাহলেও শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে প্রায় ১০ থেক ১২ ঘণ্টা। মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংয়ের তরফে এমনটাই জানানো হয়েছে।

সোমবার রাতে বৃষ্টি চলাকালীন বাড়ি থেকে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। শহরের জমা জলে কীভাবে নামানো যায়, সে বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। মঙ্গলবার সকালে প্রায় সাড়ে ৭টা নাগাদ কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে গিয়ে শহরে কোথায় কী পরিস্থিতি তা খতিয়ে দেখেন তিনি। রাত থেকে সকাল পর্যন্ত মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে একাধিকবার কথা হয়েছে বলে জানিয়েছেন তারক সিং।

Advertisement

মঙ্গলবার সকালে তারক সিং বলেন, ‘দুর্গাপুজোর সময় কলকাতা শহরে এমন বৃষ্টি আমি এর আগে কখনও দেখিনি। রাত থেকেই আমাদের সিস্টেম কাজ করা শুরু করে দিয়েছে। বেশ কিছু গালিপিটে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তবে এমন কিছু গালিপিট রয়েছে যেগুলোকে কাজ করানো যায়নি। ফলে জল নামতে একটু সময় লাগছে।‘ তিনি আরও বলেন, ‘রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত লকগেট বন্ধ ছিল। সেই সময় পর্যন্ত আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাতে পরিস্থিতি আরও খারাপ হয়। যদিও ভোর ৫টায় সময় লকগেট খুলে দেওয়া হয়েছে। আমাদের নিকাশি বিভাগ কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু যদি আবার বৃষ্টি হয়, তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অতিরিক্ত বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগতে পারে।‘

Advertisement

কলকাতা পুরসভার একটি সূত্রের খবর, ইতিমধ্যে কলকাতায় অতিরিক্ত বৃষ্টির কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় আবার লকগেট বন্ধ করতে হবে। লকগেট বন্ধ করা প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, দুপুর ১২ টার পর গঙ্গায় ছ’মিনিটের জন্য একটি জোয়ার আসবে। যে কারণে লকগেট বন্ধ করা আবশ্যিক হয়ে পড়েছে।

নিকাশি বিভাগের এক আধিকারিকের কথায়, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, লকগেট বন্ধ থাকার সময় আবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে কলকাতায় জমা জলের পরিস্থিতি নিয়ে আমাদের দুশ্চিন্তায় পড়তে হতে পারে।‘

কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সূত্রের খবর, রাত থেকে ভোর পর্যন্ত শহর জুড়ে ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় সেই বৃষ্টির পরিমাণ-

কামডহরি (গড়িয়া) – ৩৩২ মিলিমিটার
যোধপুর পার্ক – ২৮৫ মিলিমিটার
কালিঘাট- ২৮০.২ মিলিমিটার
তপসিয়া- ২৭৫ মিলিমিটার
বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার
চেতলা- ২৬২ মিলিমিটার
মোমিনপুর- ২৩৪ মিলিমিটার
চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার
পামার বাজার- ২১৭ মিলিমিটার
ধাপা- ২১২ মিলিমিটার
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিলিমিটার
উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার
কুদঘাট- ২০৩.৪ মিলিমিটার
পাগলাডাঙ্গা‌ (ট্যাংরা)- ২০১ মিলিমিটার
কুলিয়া (ট্যাংরা)- ১৯৬ মিলিমিটার
ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার

প্রসঙ্গত, উত্তর কলকাতার কয়েকটি জায়গায় জল নেমে গেলেও বিকে পাল, বিটি রোড, কলেজ স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউয়ের মতো রাস্তায় এখনও জল দাঁড়িয়ে রয়েছে। কলকাতা পুরসভার সংযুক্ত এলাকা বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর, জোকা, মেটিয়াবুরুজ এবং গার্ডেনরিচের বেশকিছু এলাকা জলমগ্ন রয়েছে। এই পরিস্থিতিতে ফের ভারী বৃষ্টি হলে কী হবে, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে কলকাতা পুরসভা।

Advertisement