পুজারাকে না পসন্দ আগারকারের! দলে আনেন জুরেল, পাড়িকালকে
চেতেশ্বর পুজারার কি জাতীয় দলে খেলার দরজা বন্ধ হয়ে গেল! সদ্য শেষ হওয়া রনজিতে সৌরাস্ট্র ফাইনাল খেলতে না পারলেও শুরু এবং মাঝপর্বে দলের হয়ে পুজারা ভাল ব্যাটিং করেছিলেন। নানা মহলে তাঁক নিয়ে কথাও হয়েছিল। বিরাট দলে নেই। চোটের কারনে রাহুল দলের বাইরে। এই মুহূর্তে পুজারার মতো ক্রিকেটার ভাল টাচে থাকার পরও কেন তাঁকে দলে ডেকে