• facebook
  • twitter
Monday, 28 April, 2025

পরিচালক-দর্শকদের চোখের মণিই একদিন ভ্যানিশ

আমির খানের গজনি সিনেমাটি কার না মনে আছে বলুন৷ সেই ছবিতে আমির যেন তার বলিষ্ঠ অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শককুলকে৷ ঠিক তার বিপরীতে অভিনেত্রী আসিন খান রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন তাঁর অভিনয়ের মাধ্যমে৷ বক্স অফিসেও ভাল ব্যবসা করেছিল সেই ছবি৷ তার পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, এক সময় বলিউড থেকে হারিয়ে যান এই অভিনেত্রী৷ সেই

আমির খানের গজনি সিনেমাটি কার না মনে আছে বলুন৷ সেই ছবিতে আমির যেন তার বলিষ্ঠ অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শককুলকে৷ ঠিক তার বিপরীতে অভিনেত্রী আসিন খান রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন তাঁর অভিনয়ের মাধ্যমে৷ বক্স অফিসেও ভাল ব্যবসা করেছিল সেই ছবি৷ তার পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, এক সময় বলিউড থেকে হারিয়ে যান এই অভিনেত্রী৷
সেই সময়ে ‘গজনী’ বক্স অফিসে ১০০ কোটির সীমা ছাডি়য়েছিল৷ কিন্ত্ত হঠাৎই সেই সব থেকে নিজেকে দূরে সরিয়ে ফেললেন তিনি৷ কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই বিয়ে করে অভিনয় থেকে অবসর নিয়েছিলেন আসিন৷
তামিল, তেলুগু ছবি থেকে কাজ শুরু আসিনের৷ এর পরে ২০০৮ সালে বলিউডে পা রাখেন অভিনেত্রী৷ ‘গজনী’ সফল হওয়ার পরে বলিউডে একাধিক বড় বাজেটের ছবিতে কাজ করেন আসিন৷ সেই সময়ে বহু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি৷ অক্ষয় কুমার, সলমন খান, আজয় দেবগণের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি৷ অধিকাংশ ছবিই বলিউডে ভাল ব্যবসা করেছিল৷ কিন্ত্ত তা-ও বিয়ে করে অবসর নেন তিনি৷
২০১৬-র জানুয়ারিতে শিল্পপতি রাহুল শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পডে়ন অভিনেত্রী৷ সেই সময় থেকেই ব্যক্তিগত জীবনে মনোযোগ দেন তিনি৷ এক নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থার কর্ণধারের সঙ্গে বিয়ে করেন আসিন৷ স্বামী-স্ত্রী মিলিয়ে এই মুহূর্তে আসিনের সম্পত্তির পরিমাণ ১৩০০ কোটি টাকা৷ ২০১৭-য় আসিন এক কন্যা সন্তানের জন্ম দেন৷
২০১৫-য় শেষ বড় পর্দায় দেখা যায় আসিনকে৷ ছবির নাম ‘অল ইজ় ওয়েল’৷ এর আগে ‘রেডি’, ‘বোল বচ্চন’, ‘খিলাডি় ৭৮৬’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আসিন৷