আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। শনিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যভবনে জুনিয়র চিকিৎসকদের ধরনামঞ্চে উপস্থিত হতেই তাৎপর্যপূর্ণ পোস্ট করেন পদত্যাগী সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে শনিবার মাত্র একটি শব্দে মমতার পদক্ষেপকে ‘বাহ’ বলে বর্ণনা করেন জহর সরকার। প্রাক্তন তৃণমূল সাংসদের দাবি, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য মুখ্যমন্ত্রীকে লেখা শেষ চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন তিনি।