বিজেপিশাসিত গুজরাতকে টেক্কা দিয়ে এবার অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের বৃহত্তম হিসাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে পেছনে ফেলে এবার অমরাবতীতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়তে চলেছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিএ প্রেসিডেন্ট কেসিনেনি সিভান্ত জানান, ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি দর্শকাসনের একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে। সবমিলিয়ে ৮০০ কোটি টাকা খরচ হবে এই স্টেডিয়াম গড়তে। তার জন্য ইতিমধ্যেই ৬০ একরের জমি বেছে নিয়েছে রাজ্য সরকার।
অমরাবতীতে ২০০ একর এলাকায় স্পোর্টস সিটি গড়ে তোলার পরিকল্পনা আছে অন্ধ্রের তেলেগু দেশম পার্টি বা টিডিপি সরকারের। সেই সিটির অন্তর্ভুক্ত হবে এই স্টেডিয়াম। সিভান্তের কথায়, স্টেডিয়াম গড়ে তুলতে আর্থিক সাহায্য করবে বিসিসিআই। এছাড়াও রাজ্যবাসী অনুদান দেবেন এই স্টেডিয়ামের জন্য। প্রসঙ্গত, বহুদিন ধরেই অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে অমরাবতীকে সাজিয়ে তোলার স্বপ্ন দেখেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী যেন চন্দ্রবাবু নায়ডু। গত বছর অন্ধ্রের বিধানসভা নির্বাচনে জয়ের পর আরও উদ্যোগী হয়েছেন টিডিপি নেতা। এমনকি ওয়াকিবহাল মহলের দাবি, লোকসভা নির্বাচনের পর এনডিএ সরকারে যোগ দেওয়ার জন্য যেসব শর্ত রেখেছিলেন চন্দ্রবাবু, তার মধ্যে অন্যতম হল অমরাবতীকে রাজধানী বানাতে সমস্ত রকম আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। চন্দ্রবাবুর এই দাবি মেনেও ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Advertisement
Advertisement
Advertisement



