• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুই সন্তানের সামনে মহিলাকে ধর্ষণ, ঢালা হল অ্যাসিড, নারকীয় ঘটনা অসমে

অসমের কাছাড় জেলা থেকে একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক ব্যক্তি তার পাড়ারই বাসিন্দা এক মহিলাকে সন্তানদের সামনে ধর্ষণ করেছে।

প্রতীকী ছবি

অসমের কাছাড় জেলা থেকে একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক ব্যক্তি তার পাড়ারই বাসিন্দা এক মহিলাকে সন্তানদের সামনে ধর্ষণ করেছে। এরপর অভিযুক্ত ব্যক্তি মহিলার উপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বুধবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ৩০ বছর বয়সী এক মহিলাকে তাঁর দুই সন্তানের সামনে ধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ২২ জানুয়ারি ঘটেছিল। পরের দিন একটি মামলা দায়ের করা হয়।

পুলিশের দাবি, অভিযুক্তের বয়স ২৮ বছর। সে পেশায় গাড়িচালক এবং ওই পরিবারের প্রতিবেশী। গত বুধবার হঠাৎ করেই সে পড়শির বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় মহিলা এবং তাঁর দুই সন্তান বাড়িতে ছিলেন। অভিযুক্ত বাচ্চাদের সামনেই মহিলাকে ধর্ষণ করে। এরপর সে তাঁর উপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে এসে, নির্যাতিতার স্বামী দেখতে পান, তাঁর স্ত্রীর হাত-পা বাঁধা। তিনি স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

অবস্থার অবনতি হওয়ায় মহিলাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আপাতত ওই মহিলা শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের জন্যও অপেক্ষা করছে। মহিলার স্বামী ওই যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে খুঁজছে।

Advertisement

Advertisement