মহিলাকে দেখে সন্দেহ হয়েছিল মাওবাদীদের। ভেবে নিয়েছিল তিনি পুলিশের চরবৃত্তি করছেন। গোপনে তথ্য সংগ্রহ করে পুলিশের হাতে পাচার করছেন। এভাবে বিপদে ফেলতে চাইছেন বলে ধারণা হয় মাওবাদীদের। আর সেই সন্দেহের বশেই মহিলার ঘরে ঢুকে শ্বাসরোধ করে খুন। ঘটনাটি ঘটেছে বিজাপুরে বাসগুড়া থানার অন্তর্গত তিমাপুর গ্রামে। মৃত মহিলার নাম লক্ষ্মী পদম। তিনি পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই মহিলার বাড়িতে আচমকা কয়েকজন ঢুকে পড়ে। এবং বাড়ির সকলের সামনেই তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বাড়ির কাছাকাছি দেহ ফেলে রেখে লিফলেট ছড়িয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় বস্তার ডিভিশনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহের পাশে যে লিফলেট উদ্ধার হয়েছে, তাতে ওই মহিলাকে পুলিশের গুপ্তচর বলে দাবি করা হয়। এই নিয়ে চলতি বছরে প্রায় ৬০জন ব্যক্তি মাওবাদীদের হাতে খুন হয়েছেন। ঘটনার পর নতুন করে এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
Advertisement
উল্লেখ্য, দেশে মাওবাদকে নির্মূল করতে কড়া পদক্ষেপ শুরু করেছে কেন্দ্রের মোদী সরকার। গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট ২৫৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ৮৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৮৯ জন আত্মসমর্পণ করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, ‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’
Advertisement
Advertisement



