দিল্লি- খুব শীঘ্রই রাজধানী শহরের বাসিন্দাদের ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু হবে- একথা ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি গুলির মধ্যে এটি অন্যতম।
২০১৫ সালে নির্বাচনে দল ক্ষমতায় এলে শহর জুড়ে দেওয়া হবে ফ্র ওয়াই-ফাই পরিষেবা- এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আপ সরকারের ক্ষমতায় আসার তিন বছর পূর্ণ হল।
Advertisement
কেজরিওয়াল বলেন, ‘কবে ফ্রি ওয়াইফাই চালু করা হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে। কিন্তু এটা নিশ্চিত যে, এবছরই ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এর জন্য বাজেটে একটা আলাদা তহবিলও গড়া হবে’।
Advertisement
আপ প্রশাসনের তৃতীয় বর্ষপূর্তিতে কেজরিওয়াল বলেন, শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো শুরু হয়েছে। এটা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।
২০১৬ সালে আপ সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, ডিসেম্বরের মধ্যে পূর্ব দিল্লির পাঁচশটি এলাকায় হাইস্পিড ওয়াই-ফাই চালু করা হবে। কিন্তু তা চালু করা যায়নি।
Advertisement



