• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক স্বামী ও এক সহকর্মী

অ্যানাস্থেশিয়ার অতিরিক্ত মাত্রা

ফাইল চিত্র

স্ত্রীকে অতিরিক্ত মাত্রায় অ্যানাস্থেশিয়া প্রয়োগ করে খুনের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসক মহেন্দ্র রেড্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতা কৃতিকা রেড্ডি পেশায় ছিলেন এক ত্বক বিশেষজ্ঞ। ছ’মাস আগে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনায় এখন প্রকাশ্যে এসেছে ভয়ঙ্কর তথ্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ এপ্রিল বেঙ্গালুরুর মুনেকোলাল এলাকার নিজ বাসভবনে আচমকা অসুস্থ হয়ে পড়েন কৃতিকা। স্বামী মহেন্দ্র তাঁকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটির পরেই ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

তদন্ত চলাকালীন কৃতিকার বাড়ি থেকে বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম, ইঞ্জেকশন টিউব ও ওষুধ উদ্ধার করা হয়। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি কৃতিকার ভিসেরা নমুনাও পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। সম্প্রতি সেই রিপোর্ট হাতে পেয়েছে তদন্তকারী দপ্তর। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কৃতিকার শরীরে কড়া মাত্রার অ্যানাস্থেটিক ওষুধের উপস্থিতি মিলেছে।

Advertisement

তদন্তকারী আধিকারিকদের আশঙ্কা, শল্য চিকিৎসক হিসেবে নিজের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করে মহেন্দ্র রেড্ডি পরিকল্পনা করেই স্ত্রীর শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যানাস্থেশিয়া প্রয়োগ করেন। এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার শ্রমীন্ত কুমার সিংহ বলেন, ‘যতটুকু প্রমাণ এখন হাতে এসেছে, তা থেকে স্পষ্ট যে এই মৃত্যুর পিছনে ইচ্ছাকৃত প্রয়াস ছিল ওই চিকিৎসক স্বামীর। কৃতিকার স্বামীই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান এবং জানান, তিনি অসুস্থ। কিন্তু ফরেন্সিক রিপোর্টে দেখা যায়, কৃতিকার শরীরে কড়া মাত্রার অ্যানাস্থেটিক ওষুধ ইনজেকশন করা হয়েছিল। এটা নিছক দুর্ঘটনা নয়।’

ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর ১৩ অক্টোবর কৃতিকার পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। এর পরের দিন, অর্থাৎ ১৪ অক্টোবর, মহেন্দ্র রেড্ডিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি তাঁর এক সহকর্মীকেও আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে পেশাগত জ্ঞানকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, পরিকল্পিতভাবে কৃতিকাকে হত্যা করা হয়েছিল, নাকি পারিবারিক কোনও কারণে এই ঘটনা ঘটে।

Advertisement