মহিলারা কি পরবেন, তা একান্তই মহিলাদের ব্যক্তিগত বিষয়: প্রিয়াঙ্কা, হিজাব বিতর্কে উত্তাল কর্ণাটক, তিনদিন স্কুল-কলেজ ছুটির ঘোষণা প্রশাসনের

হিজাব বিতর্কে তোলপাড় দক্ষিণী রাজ্য কর্ণাটক। রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি জোরদার হচ্ছে।

Written by SNS Bengalore | February 10, 2022 8:31 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

হিজাব বিতর্কে তোলপাড় দক্ষিণী রাজ্য কর্ণাটক। রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি জোরদার হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ‘রাজ্যে বিক্ষোভ পরিস্থিতির নিরিখে আগামি তিনদিন সমস্ত স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হলঅশান্তি ছড়ালে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ হিজাব বিতর্কে হাইকোর্টে ফের শুনানি হয়। সম্প্রতি একটি কলেজে হিজাব পড়ে কয়েকজন ছাত্রীকে ঢুকতে না দেওয়ায় বিতর্কের সূত্রপাত হয়। এআইএমআইএম’র প্রধান আসাউদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন ‘প্রতিবাদী ওই পড়ু য়াকে কুর্নিশ’।

প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা বলেন, ‘মহিলারা কি পরবেন, তা একান্তই মহিলাদের ব্যক্তিগত বিষয়। হিজাব বিতর্কের অবসান চেয়ে প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

কর্ণাটকের অভ্যন্তরীন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেরল সিপিএমের সাংসদ এলামারম করিমের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন।

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট শুরুর আগেই কর্নাটকে হিজাব বিতর্ক নতুন চেহারা নিয়েছে, যাব প্রভাব বেশ কয়েকটি রাজ্যে দেখা যাচ্ছে। উর্দুপির সরকারি কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে রাজধানী দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভে সামিল হতে দেখা গেছে।

ওই প্রি ইউনিভার্সিটি কলেজের শ্রেণীকক্ষ থেকে হিজাব পড়ে আসা ছাত্রীদের ক্লাসের বাইরে চলে যেতে বলা হয়েছিল। তারপর ঘটনার প্রেক্ষিতে রাজ্যে হিজাব বিতর্ক শুরু হয়েছিল।

মূলত দক্ষিণপন্থী মনোভাবাপন্ন সংগঠনগুলো শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়ে আসার বিরোধিতা করছে। এই নিয়ে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ, অভিভাবকদের পাথর ছোড়ার ঘটনা শুরু হয়।

কলেজ ছাত্রীদের সমর্থনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ‘আমি একা নই, মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব পড়ে থাকার সমর্থনে আমার মতো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁদের পাশে দাড়িয়েছেন।

আর মেয়েরা কি পড়বেন তা একমাত্র তাঁরাই ঠিক করতে পারেন, অন্য কেউ নয় তাঁর কথায়, “একজন মেয়ে বিকিনি পড়বেন নাকি, জিনস পড়বেন, মাথায় ঘোমটা দেবেন না হিজাব পড়বেন- -সে ব্যাপারে একজন নারী সিদ্ধান্ত নিতে পারেন। ভারতীয় সংবিধানে নারীর অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীদের হয়রানি বন্ধ করুন।