চিনের সর্বনাশ, ভারতের ‘আচ্ছে দিন’ ওয়াল স্ট্রিটের বিনিয়োগে!

Written by SNS February 6, 2024 6:14 pm

দিল্লি, ৬ ফেব্রুয়ারি– মোদির আত্মবিশ্বাসে ভরা ঘোষণাতেই যেন শিলমোহর দিল বিশ্ববাজার৷ গত বছর জি-২০ মঞ্চে ‘আত্মবিশ্বাসী’ মোদিকে বলতে দেখা যায়, ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে অন্যতম শক্তিশালী দেশ চিনকে টেক্কা দেবে ভারত৷
জানা যাচ্ছে, অর্থনৈতিক ভাবে বিপণ্ণ চিনকে ছেডে় এবার বিনিয়োগের জন্য ভারতকেই বেছে নিচ্ছে বিশ্ববাজার৷ গোল্ডম্য়ান সাচেস কিংবা মর্গ্যান স্ট্যানলির মতো ওয়াল স্ট্রিট জায়ান্টরা এখন নয়াদিল্লিকেই আগামী দশকের শ্রেষ্ঠ বিনিয়োগ ক্ষেত্র হিসেবেই ভাবছে৷
জানা যাচ্ছে, বিনিয়োগকারীরা খুব নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এশিয়ার দুই শক্তিশালী দেশকে৷ এর মধ্যে ভারত, অর্থনীতিতে শক্তিশালী হতে থাকা বিশ্বের দ্রুততম দেশ, তার পরিকাঠামোয় অনেক পরিবর্তন করেছে৷ আর তাই তারা নজর কাড়তে শুরু করেছে৷ এদিকে করোনা ও অন্যান্য নানা কারণে বিপণ্ণ বেজিংয়ের অর্থনীতি৷ ফলে জিনপিংকে টেক্কা দিয়ে মোদির মুখে ফুটছে হাসি৷
বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে ভারত৷ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে মোদিতে৷ তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ভারত স্থিতিশীল দেশ৷ আমরা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ভারতকে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করার শপথ নিয়েছি৷” দেশ সেপথেই এগোতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ যদিও এদেশের বিরাট অংশের মানুষই দরিদ্র, শেয়ার বাজার ব্যয়বহুল এবং বন্ড মার্কেটের অবস্থাও ভালো নয়৷ কিন্ত্ত তবুও চিনের চেয়ে ভারতে বিনিয়োগের ঝুঁকি অনেক কম বলেই সেদিকে নজর বিনিয়োগকারীদের৷