ত্রিপুরায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৩৫ জন নেতা-কর্মী। তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হতে বেশ কিছুটা দেরি। তার আগে দলের শক্তি বাড়ায় উজ্জীবিত জোড়াফুল শিবির। কুণাল ঘোষদের ত্রিপুরা সফরের পর থেকেই নতুন উদ্যমে ময়দানে নেমেছে তৃণমূল নেতৃত্ব।
গত কয়েক মাস যাবত ত্রিপুরায় তৃণমূলের অধিকাংশ নেতা-কর্মী নিষ্ক্রিয় ছিলেন। দলের তরফে তেমন কোনও কর্মসূচিও নেওয়া হচ্ছিল না। সম্প্রতি আগরতলার দপ্তরে দুষ্কৃতী হানার পর বাংলা থেকে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ, সায়নী ঘোষরা সেখানে গিয়ে দলীয় কর্মীদের মনোবল জোগান। তারপর থেকেই ফের সক্রিয় হয়ে ওঠেন জোড়াফুল শিবিরের নেতা-কর্মীরা। এরই মধ্যে শুক্রবার তৃণমূল কংগ্রেস ভবনে কদমতলা এবং সোনাইছড়ি থেকে ৩৫ জন সিপিআইএমের সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
Advertisement
Advertisement
Advertisement



