২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার ট্রায়াল শুরু 

২ থেকে ১৮ বছর বয়সীদের ভারত বায়ােটেকের তৈরি কোভ্যাক্সিন কতটা কাজে লাগে, তার জন্য ট্রায়াল শুরু হয়েছে।

Written by SNS New Delhi | June 8, 2021 12:13 pm

কোভ্যাক্সিন (Photo: IANS)

সোমবার থেকে দিল্লির এইমসে শুরু হয়েছে শিশুদের কোভ্যাক্সিনের ট্রায়াল। ২ থেকে ১৮ বছর বয়সীদের ভারত বায়ােটেকের তৈরি কোভ্যাক্সিন কতটা কাজে লাগে, তার জন্য ট্রায়াল শুরু হয়েছে।

পাটনা এইমসে রবিবার থেকে এই টিকার ট্রায়াল শুরু হয়েছে। করােনা দ্বিতীয় ঢেউয়ে কমবয়সীরা অনেক বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছে। করেনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি অনেক মানুষকে টিকার আওতায় না আনা হয়। এই ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা।

১৩ মে শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং শুনিকভি এই তিনটি টিকা ১৮ বছরে বেশি বয়সীদের মধ্যে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।