বাড়িতে টিকা দিলে অনেক প্রাণ বাঁচতো: বম্বে হাইকোর্ট 

মামলাকারী আইনজীবীরা চেয়েছিলেন ৭৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের সেইসাথে বিশেষভাবে সক্ষম, অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি টিকাকরণ করতে হবে সরকারকে। 

Written by SNS Mumbai | May 14, 2021 2:50 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

‘বাড়িতে করােনা টিকা পৌছালে অনেক মানুষ প্রাণে বাঁচতেন। সঠিক সময়ে ব্যবস্থা নিলে অনেক বয়স্ক স্বনামধন্য ব্যক্তিদের বাঁচানাে যেত।’ ঠিক এইভাবেই বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তা পর্যবেক্ষণে জানালাে। 

দুই আইনজীবীর করোনা টিকা বিষয়ক এক জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। 

মামলাকারী আইনজীবীরা চেয়েছিলেন ৭৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের সেইসাথে বিশেষভাবে সক্ষম, অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি টিকাকরণ করতে হবে সরকারকে। 

গত ২২ এপ্রিল বম্বে হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল- ‘কেন বৃদ্ধ, বিশেষভাবে সক্ষম ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি টিকা দেবেনা কেন্দ্র?’। এই তথ্যের কোন জবাব দেয়নি কেন্দ্রীয় সরকার। 

আজ আদালতের এই ডিভিশন বেঞ্চ অত্যন্ত ক্ষুব্ধ হয় কেন্দ্রের কোন জবাব না পেয়ে। তিন সপ্তাহের সময়সীমা পেয়েও কেন অবহেলা? ভারতের মতো বৃহৎ দেশে এইধরনের অবহেলার জন্যই এই মৃত্যুহার বেড়েছে বলে মনে করছে বম্বে হাইকোর্ট। আগামী ১৯ মের মধ্যে পুনরায় রিপাের্ট তলব করেছে এই ডিভিশন বেঞ্চে।