বেশ কিছু জেলায় বিধিনিষেধ শিথিল করছে উত্তরপ্রদেশ 

৬০০-এর কম সক্রিয় কোভিড রােগী রয়েছে এমন জেলাগুলিতে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার।

Written by SNS Lucknow | May 31, 2021 11:03 am

প্রতীকী ছবি (File Photo: AFP)

আগামী ১ জুন থেকে উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় বিধিনিষেধ শিথিল করা হবে। রাজধানী লখনউ, নয়ডা, গাজিয়াবাদের মতাে বড় শহর রয়েছে, এমন জেলাগুলিতে সক্রিয় রােগীর সংখ্যা যদি বেশি থাকে তবে সেখানে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে না।

৬০০-এর কম সক্রিয় কোভিড রােগী রয়েছে এমন জেলাগুলিতে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। এইসব জেলাগুলিতে এখন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাজার খােলা থাকতে পারে। তবে, সপ্তাহের শেষে জারি থাকবে কার্ফু।

দোকান-মালিক, কর্মী এবং গ্রাহকদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে। এগুলি অবশ্য বাধ্যতামূলক। সরকারি দপ্তরগুলোতে ১০০ শতাংশ উপস্থিতির কথা বলা হয়েছে। তবে, অন্য দফতরগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে।

বেসরকারি অফিসগুলিতে বলা হয়েছে কর্মচারীদের যেন ওয়ার্ক ফ্রম হােম করানাে হয়। বন্ধ থাকছে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রশাসনিক কাজের জন্য খােলা যেতে পারে স্কুল-কলেজ।