তাজমহলের আশেপাশে ড্রোন ওড়ালেই এবার জেল

Written by SNS February 13, 2018 12:43 pm

তাজমহলের প্রবেশ মূল্য বাড়ল

দিল্লি- তাজমহলের নিরাপত্তার প্রশ্নে আরও কঠোর হচ্ছে উত্তরপ্রদেশ সরকার। বিশ্বের অন্যতম এই আশ্চর্যের আশেপাশে ড্রোন ওড়ালেই এবার সোজা শ্রীঘরে। তাজমহলের সুরক্ষার খাতিরেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

তাজমহলের আশেপাশে ড্রোন ওড়ানোর প্রবনতা বেশ কয়েকগুণ বেড়ে গেছে কত কয়েকবছরে। ঐতিহাসিক এই মনুমেন্টের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি পেতে পর্যটকরা অনেকসময় ড্রোণ ক্যামেরা ব্যবহার করেন।

কিন্তু তারফলে তাজমহলের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখে বারবার বারণ করেও লাভ হয়নি। ২০১৭-তে এই ওয়ার্ল্ড হেরিটেজের আশেপাশে অন্তত ২০ বার ড্রোনের ওড়াওড়ি লক্ষ্য করা গেছে।

তাই এবার তাজমহলের সামনে ড্রোন ওড়ালেই সোজা জেল। আগ্রার পুলিশ সুপার কুনওয়ার সিং জানিয়েছেন যে তাজমহলের আশেপাশে ড্রোন ওড়াতে গিয়ে কোনও ব্যক্তি ধরা পড়লে তার বিরুদ্ধে আইপিসি ২৮৭, ৩৩৬ এবং ৩৩৮ ধারায় অভিযোগ আনা হবে। তাজমহলের আশেপাশের হোটেলগুলিকে সতর্কও করা হয়েছে।