• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারত-পাক সংঘর্ষ বিরতি কারও মধ্যস্থতায় হয়নি, ট্রাম্পকে মোদী

অপারেশন সিঁদুর-এর পর এই প্রথম সরাসরি মোদী ও ট্রাম্পের মধ্যে কথা হয়। ফোনে টানা ৩৫ মিনিট ধরে কথা বলেন তাঁরা।

পহেলগাঁও হামলার পর মোদীর সাথে প্রথম কথা হল ট্রাম্পের। ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে বার্তালাপ চলে তাঁদের মধ্যে। জি ৭ বৈঠকের মাঝেই একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা ছিল দু’জনের। কিন্তু জি ৭ বৈঠক চলাকালীন মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ট্রাম্প। তাই কথা বলা হয়নি তখন। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী দুই রাষ্ট্রনেতার ফোনালাপের বিষয়টি জানিয়েছেন। তাঁর কথায়, ‘মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে ৩৫ মিনিট কথা হয়।’ তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর নিয়েও মোদী স্পষ্ট বার্তা দেন ট্রাম্পকে। মোদী বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কারও মধ্যস্থতায় হয়নি। ওঠেনি কোনো বাণিজ্যের প্রসঙ্গ।

অপারেশন সিঁদুরের পর এই প্রথম সরাসরি মোদী ও ট্রাম্পের মধ্যে কথা হয়। ফোনে টানা ৩৫ মিনিট ধরে কথা বলেন তাঁরা। বিক্রম মিস্রি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা বলেন মোদী। অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত বিষয় জানান আমেরিকার প্রেসিডেন্টকে। তিনি আরও বলেছেন, জঙ্গিদের গুলির জবাব গোলাতে দেবে ভারত। অপারেশন সিঁদুরের লক্ষ্য যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংসের ছিল তাও পরিষ্কার জানান ট্রাম্পকে।

Advertisement

ট্রাম্পকে মোদী বলেন, ‘ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে। ওদের সেনাছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসে।’ তিনি জানিয়েছেন, ভারত-পাক সংঘর্ষ ও সংঘর্ষ বিরতি কখনই ভারত- আমেরিকার বাণিজ্য চুক্তি ও আমেরিকার মধ্যস্থতার জন্য হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা সরাসরি হয়েছে। এর সঙ্গে মোদী স্পষ্ট করে বলেছেন, ভারত এখন সন্ত্রাসবাদকে ছায়াযুদ্ধ হিসেবে দেখে না, দেখে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে। ফোনে দুই রাষ্ট্রনেতার কথা হওয়ার সময় ট্রাম্প আমেরিকা সফরের আমন্ত্রণ জানায় প্রধানমন্ত্রীকে।

Advertisement

এর উত্তরে মোদী জানান, পূর্ব নির্ধারিত কিছু কাজের জন্য তিনি এখন যেতে পারছেন না। তবে তিনি বলেন, পরবর্তী সময়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে অবশ্যই যাবেন। ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণও জানান মোদী।
ভারত-পাক যুদ্ধের মাত্র ৪ দিনের মাথায় যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। ট্রাম্প বারংবার দাবি করেছেন যে, তিনি ভারত-পাক দ্বন্দ্বের মীমাংসা করেছেন। সূত্র মারফত মোদী এর আগেও স্পষ্ট করেছেন যে এর মধ্যে কারও মধ্যস্থতা নেই। তবে এবার প্রথম সরাসরি এই বিষয় নিয়ে কথা হল মোদী ও ট্রাম্পের মধ্যে।

Advertisement