• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মায়ের দুধে ইউরেনিয়াম

গবেষণাটি চালিয়েছে পাটনার মহাবীর ক্যানসার সংস্থা ও গবেষণাকেন্দ্র, লাভলি পেশাদার বিশ্ববিদ্যালয় এবং দিল্লি এইমসের গবেষকরা

মায়ের স্তনদুগ্ধে ইউরেনিয়াম পাওয়া গেল বিহারে। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গবেষণাটি চালিয়েছে পাটনার মহাবীর ক্যানসার সংস্থা ও গবেষণাকেন্দ্র, লাভলি পেশাদার বিশ্ববিদ্যালয় এবং দিল্লি এইমসের গবেষকরা। নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে থেকে জানা গিয়েছে, নমুনা হিসেবে বেছে নেওয়া ৪০ জন মায়ের প্রত্যেকের দুধে ইউরেনিয়ামের মিলেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এর ফলে কতটা ক্ষতি হতে পারে সন্তানদের?

১৭ থেকে ৩৫ বছর বয়সি ৪০ জন মা গবেষণায় অংশ নিয়েছিলেন। গবেষণাটি চলেছে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত। বিহারের ভোজপুর, সমস্তিপুর, বেগুসরাই, খগড়িয়া, কাটিহার ও নালন্দা—এই ছয় জেলার মায়েদের স্তনদুগ্ধ সংগ্রহ করে বিশ্লেষণ করে গবেষকদের দলটি। সবচেয়ে বেশি কাটিহার জেলার বাসিন্দা মায়ের দুধে ইউরেনিয়াম মিলেছে।

Advertisement

এ প্রসঙ্গে দিল্লির এইমসের গবেষক চিকিৎসক ড. অশোক শর্মা জানিয়েছেন, স্তনদুগ্ধে ইউরোনিমার মাত্রা কম হওয়ায় মা এবং সন্তানের স্বাস্থ্যের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে শরীরে ইউরেনিয়াম ঢুকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাবে।

Advertisement

Advertisement