কলকাতা, ৬ মার্চ – বাংলার এশিয়ান গেমস পুরস্কার বিজয়ীদের সংবর্ধনা জানাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। বিশ্বের দরবারে বাংলার বিজয়ীদের সাফল্যের বার্তা তুলে ধরতে ‘অভিনন্দন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ মজুমদার। আন্তর্জাতিক স্তরে বিজয়ীদের অবদানের কথা উল্লেখ করেভি তিনি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জহর দাস এদিন এই ধরনের স্বীকৃতি অর্জনের জন্য সাহায্য ও সমর্থনের গুরুত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যজিৎ চক্রবর্তী।
Advertisement
Advertisement
Advertisement



