• facebook
  • twitter
Monday, 19 January, 2026

বেকারত্বের হার অপরিবর্তিত, অক্টোবরেও ৫.২ শতাংশ

ভারতের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার (এলএফপিআর) বৃদ্ধি পাচ্ছে। ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে সামগ্রিক এলএফপিআর চলতি বছরের জুন মাসে ছিল ৫৪.২ শতাংশ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সামগ্রিক বেকারত্বের হার অপরিবর্তিত থাকল অক্টোবরেও। সেপ্টেম্বরের মতো অক্টোবরেও ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। অর্থাৎ বেকারত্বের হার ৫ শতাংশ থেকে নামছে না। গ্রামীণ এলাকায় বেকারত্বের হার সেপ্টেম্বরে ছিল ৪.৬ শতাংশ। অক্টোবরে তা সামান্য হ্রাস পেয়ে হয়েছে ৪.৪ শতাংশ। অক্টোবরে শহরে বেকারত্বের হার ছুঁয়েছে ৭ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ৬.৮ শতাংশ। জানা গিয়েছে, গত এপ্রিল থেকে প্রতি মাসে বেকারত্বের হার প্রকাশ করছে কেন্দ্র। ত্রৈমাসিকের হিসাবও দিচ্ছে।

কাজের ক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব বেড়েছে। তাঁদের মধ্যে বেকারত্বের হার সেপ্টেম্বরে ছিল ৫.৫ শতাংশ। অক্টোবরে তা সামান্য কমে হয়েছে ৫.৪ শতাংশ। গ্রামাঞ্চলে মহিলাদের বেকারত্বের হার সেপ্টেমবর মাসের ৪.৩ শতাংশ থেকে কমে অক্টোবরে হয়েছে ৪ শতাংশ। গ্রামাঞ্চলে পুরুষদের বেকারত্বের হারও সামান্য কমেছে। সেপ্টেম্বরে ৪.৭ শতাংশ ছিল। অক্টোবরে যা কমে হয়েছে ৪.৬ শতাংশ। কিন্তু শহরে তা আবার বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর ছিল ৬.০ শতাংশ, যা অক্টোবরে বেড়ে হয়েছে ৬.১ শতাংশ।

Advertisement

ভারতের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার (এলএফপিআর) বৃদ্ধি পাচ্ছে। ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে সামগ্রিক এলএফপিআর চলতি বছরের জুন মাসে ছিল ৫৪.২ শতাংশ। গত চার মাস ধরে সেই হার বৃদ্ধি পেয়ে ৫৫.৪ শতাংশ হয়েছে। জুন মাসে গ্রামীণ এলাকায় এলএফপিআর ছিল ৫৬.১ শতাংশ, যা বেড়ে হয়েছে ৫৭.৮ শতাংশ। সামগ্রিকভাবে বেকারত্বের হার অক্টোবর মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ১৫ বছর বা তার বেশি বয়সি মহিলাদের মধ্যে এলএফপিআর ২০২৫ সালের অক্টোবরে ৩৪.২ শতাংশে পৌঁছেছে। ২০২৫ সালের মে মাসের পর যা সর্বোচ্চ। গ্রামীণ এলাকায় মহিলাদের মধ্যে এলএফপিআর বৃদ্ধির হওয়ায় সামগ্রিক চিত্রতে পরিবর্তন এসেছে। ২০২৫ সালের অক্টোবরে সামগ্রিক শ্রমিক জনসংখ্যা অনুপাত (ডব্লুপিআর) ছিল ৫২.৫ শতাংশ। এই পরিসংখ্যান চলতি বছরের জুন থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ এলাকায় মহিলা কর্মীর সংখ্যা বৃদ্ধির ফলে এটা ঘটেছে।

Advertisement

Advertisement