দু’দিন ব্যাপী ভারত-মার্কিন যৌথ নৌবাহিনীর মহড়া শুরু 

আজ থেকে ভারত মহাসাগরে দু’দিন ব্যাপী ভারত-মার্কিন যৌথ নৌবাহিনীর মহড়া শুরু হল।

Written by SNS New Delhi | June 24, 2021 3:09 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

আজ থেকে ভারত মহাসাগরে দু’দিন ব্যাপী ভারত-মার্কিন যৌথ নৌবাহিনীর মহড়া শুরু হল। আগামি দু’দিন বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের যুদ্ধকালীন পরিস্থিতির নিরিখে তাদের শ্রেষ্ঠতার মহড়া দেবেন। 

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানাে হয়, ভারত-মার্কিন যৌথ মহড়ায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান ও ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান অংশ গ্রহণ করবে। আইএনএস কোচি ও আইএনএস তেগ, পি ৮ আই, মিগ-২৯ কে যুদ্ধবিমান ভারত-মার্কিন দু’দিন ব্যাপী সামরিক মহড়ায় অংশ নেবে। 

পাশাপাশি মার্কিন নৌবাহিনীর ইউএসএস রােন্ডাল রেগান, ক্ষেপনাস্ত্র ধ্বংস করতে সক্ষম ইউএসএস হ্যালসে, ইউএসএস সিলাে এই মহড়ায় অংশ গ্রহণ করবে। প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, দু’দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযােগিতা মূলক সম্পর্কের প্রতিফলন হল যৌথ মহড়া।