ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ২ বিএসএফ জওয়ান নিহত

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এএলএফটি)-র জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বিএসএফের ২ জওয়ান নিহত হয়েছেন।

Written by SNS Agartala | August 4, 2021 4:22 pm

প্রতিকি ছবি (Photo: AFP)

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এএলএফটি)-র জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বিএসএফের ২ জওয়ান নিহত হয়েছেন। ভারত-বাংলাদেশ সীমানায় বিএসএফ জওয়ানরা টহলদারি চালাচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ রাজ্যের ঢালাই জেলায় আন্তর্জাতিক সীমানায় আর সি নাথ বিএসএফ চৌকির কাছে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন বলে জানা গেছে।

এদিন বিএসএফের টহলদারি সময়ছ আচমকাই এনএলএফটি’র কয়েকজন জঙ্গি জওয়ানদের উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। ব্যাপক গুলির লড়াই হয় উভয় পক্ষের মধ্যে।

গুলিতে গুরুতর আহত হন সাব-ইন্সপেক্টর ভুরু সিং এবং হাবিলদার রাজকুমার। পরে এই দু’জনরই মৃত্যু হয়। জঙ্গিরা বিএসএফ জওয়ানদের অস্ত্র লুঠ করেছে বলে জানা যায়। জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি শুরু হয়েছে। জঙ্গিদের কয়েকজন আহত হয়েছে এই সংঘর্ষে বলে জানা গেছে।