অযোধ্যায় রাম মন্দিরের তাক লাগানো ছবি প্রকাশ করল ট্রাস্ট

Written by SNS January 21, 2024 1:05 pm

নিউ দিল্লি, ২১ জানুয়ারি : উদ্বোধনের দুই দিন আগে রাম মন্দিরের কয়েকটি বিস্ময়কর ছবি প্রকাশ করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। গতকাল শনিবার ট্রাস্ট তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ছবি প্রকাশ করেছে। মনোমুগ্ধকর এই ছবি দেখে ভক্তদের মনে মন্দির নিয়ে কৌতূহল আরও বেড়ে গেল। এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় সারা দেশ অপেক্ষা করে আছে।

দুই দিন আগে গত শুক্রবার রামলালার মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হয়েছে। এরপর শনিবার মন্দিরের ভিতরের ছবি প্রকাশ করা হল।

উল্লেখ্য, ২০২০ সালে সরকার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করে তাদের ওপর মন্দিরের নির্মাণ ও পরিচালনার দায়িত্ব অর্পণ করে। সেই দায়িত্ব পালনের পর মন্দিরের উদ্বোধনের দুই দিন আগে তার বেশ কয়েকটি ছবি প্রকাশ করল ট্রাস্ট। পাশাপাশি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রাম মন্দিরের ছবি প্রকাশ করেছে।