বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহা এখন তৃণমূল সাংসদ। প্রথম জীবনে অবশ্য বিজেপি, তারপর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আসানসোল থেকে জিতে দুবার তিনি পা রেখেছেন সংসদ ভবনে। সেই শত্রুঘ্ন সিন্হাকেই দিল্লিতে আসন্ন নির্বাচনে সমমনোভাবাপন্ন আপের হয়ে প্রচারে বেছে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শত্রুঘ্ন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচার করবেন। এই তালিকায় বর্ধমান-দুর্গাপুরের সাংসদ তথা কংগ্রেস প্রাক্তন নেতা কীর্তি আজাদের নাম শোনা গেলেও তিনি জানালেন, এব্যাপারে কোনও নির্দেশিকা নেই তাঁর কাছে। অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন, জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ।
তারপর হিন্দিতে সুবক্তা হওয়ায় শত্রুঘ্ন সিনহাকেই দিল্লির ভোটে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আসলে দিল্লিতে আপের প্রচার তৃণমূলের শামিল হওয়া স্বাভাবিক। জাতীয় স্তরে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক কেজরিওয়ালের আপ। আর উদ্যোক্তা বাংলার শাসকদল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের অনেকেই কেজরিওয়ালের প্রচারে নিজেদের দলের সাংসদদের ময়দানে নামিয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট। নিউ দিল্লি থেকে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল, কালকাজির প্রার্থী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা, জংপুরার প্রার্থী মণীশ সিসোদিয়া। শোনা যাচ্ছে, এই তিনজনের হয়েই প্রচার করবেন ‘বিহারিবাবু’ শত্রুঘ্ন সিনহা। তবে তাঁর প্রচারের দিনক্ষণ নিয়ে এখনও কিছু জানা যায়নি।
Advertisement
Advertisement
Advertisement



