• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিহারের গয়ায় প্রধানমন্ত্রী ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচির পরিকল্পনা নিয়ে ভোটমুখী বিহার এবং কলকাতায় আসছেন তিনি। কলকাতায় সফরের সময় তিনি একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন এবং ছয় লেনের কোণা এক্সপ্রেসওয়েরও শিলান্যাস করবেন।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী যশোর রোড থেকে নোয়াপাড়া–জয় জিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবা, শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা এবং বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবার সূচনা করবেন। মোদীর এই সফরে মোট ১৩.৬১ কিমি নতুন মেট্রো নেটওয়ার্ক চালু হবে। পাশাপাশি, হাওড়া মেট্রো স্টেশনে নবনির্মিত সাবওয়ের উদ্বোধনও করবেন তিনি।

Advertisement

বিহারের গয়ায় প্রধানমন্ত্রী ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে গঙ্গার উপর আউন্টা–সিমারিয়া সেতু, এনএইচ–৩১ উন্নয়ন প্রকল্প এবং বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া, মুজফ্ফরপুরে হোমি ভাবা ক্যানসার হাসপাতালের উদ্বোধন এবং গঙ্গা নদী পরিষ্কারের জন্য একাধিক ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সূচনা করবেন।

Advertisement

প্রধানমন্ত্রী ‘অমৃত ভারত এক্সপ্রেস’ (গয়া–দিল্লি) এবং বৌদ্ধ সার্কিট ট্রেন (বৈশালি–কোডার্মা) চালু করবেন। সেই সঙ্গে পিএমএওয়াই আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে চাবি তুলে দেবেন।

Advertisement