এবার ২৬ জানুয়ারির অতিথি বরিস জনসন

নরেন্দ্র মােদি টেলিফোনে কথােপকথনের সময় জনসনকে ভারতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন।প্রায় তিন দশক পর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আরেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Written by SNS Delhi | December 4, 2020 6:09 pm

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (File Photo: AFP)

নতুন বছরে সাধারণতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্র মারফত জানা গিয়েছে ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি টেলিফোনে কথােপকথনের সময় জনসনকে ভারতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন।

একই সঙ্গে আগামী বছর ব্রিটেনে যে জি -৭ সামিট বসবে, তাতে যােগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন মােদি। যদিও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে এখনই কিছু বলতে চায়নি কেন্দ্রীয় সকার । এর আগে ১৯৯৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জন মেজর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় তিন দশক পর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন আরেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।