জম্মু, ১২ ফেব্রুয়ারি: জম্মুতে বিধ্বংসী আগুনে মৃত্যু হল তিন বোনের। আজ, সোমবার রামবন জেলার রামসু এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত তিনজনেই নাবালিকা। এখানকার নিহাল গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ লোনের মৃত এই তিন মেয়ের নাম সানিয়া লতিফ (9), সাইকা বানু (15) এবং বিসমা বানু (17)।
জানা গিয়েছে, গতকাল মাঝরাতে যখন তাঁদের ঘরে আগুন লাগে, তখন আব্দুল লতিফের তিন মেয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। যদিও ঘটনার সময় দমকল বিভাগ, স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে। তবুও বাড়িটি রক্ষা করা সম্ভব হয়নি। এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ।
Advertisement
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। এবং এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, এরমধ্যে কোনও জঙ্গি নাশকতা বা অন্তর্ঘাতের ঘটনা রয়েছে কিনা। জেলা প্রশাসন শোকাহত পরিবারটিকে দ্রুত তিন লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে। এরপর রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আরও অর্থনৈতিক সহযোগিতা করা হবে বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement



