• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তিনটি কোভিড টিকা কয়েক মিনিটের ব্যবধানে দেওয়া হল এক মহিলাকে

মহারাষ্ট্রের থানের এক মহিলাকে দেওয়া হল করােনা ভাইরাসের তিনটি টিকা। ২৮ বছরের এই মহিলা আনন্দনগরের একটি টিকা কেন্দ্রে টিকা নিতে গিয়েছিলেন শুক্রবার।

প্রতীকী ছবি (Photo: SNS/Deepak)

কয়েক মিনিটের ব্যবধানে মহারাষ্ট্রের থানের এক মহিলাকে দেওয়া হল করােনা ভাইরাসের তিনটি টিকা। ২৮ বছরের এই মহিলা আনন্দনগরের একটি টিকা কেন্দ্রে টিকা নিতে গিয়েছিলেন শুক্রবার।

এরপর সেখান থেকে ফিরে তিনি গােটা ঘটনাটা তার স্বামীকে জানান। এরপর স্থানীয় কর্পোরেশনের আধিকারিকদের বিষয়টি জানানাে হয়। তারপরই শুরু হয় মহিলার স্বাস্থ্যের উপর নজরদারি। এই মহিলার স্বামী থানে পুরনিগমের কর্মী।

Advertisement

এই নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযােগ দায়ের হয়নি। যদিও পরপর টিকা নেওয়ার পর তার স্ত্রীর জ্বর এসেছিল। এখন জ্বর কমেছে ভালােই আছেন। চিকিৎসকদের একটি দলকে মহিলার বাড়িতে পাঠানাে হয়েছিল। তারা বলেছে, ‘উনি এখন ভালােই আছেন। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।’

Advertisement

Advertisement