• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাজার হাজার ভিভিপ্যাট স্লিপ আবর্জনায়, সামস্তিপুরে তীব্র বিতর্ক

তদন্তের নির্দেশ নির্বাচন দপ্তরের

বিহারের সামস্তিপুর জেলার সরৈরঞ্জন বিধানসভা কেন্দ্রের শীতলপট্টি গ্রামে শনিবার আবর্জনার স্তূপে হাজার হাজার ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল। ভোটগ্রহণের মাত্র কয়েকদিন পর এমন ছবি সামনে আসায় প্রশ্ন উঠেছে নির্বাচন প্রক্রিয়ার শৃঙ্খলা ও তদারকি নিয়ে।

এই কেন্দ্রটিতে ৬ নভেম্বর প্রথম পর্বে ভোটগ্রহণ হয়েছিল। শনিবার সকালে স্থানীয়রা স্লিপগুলি দেখতেই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে মুহূর্তে শতাধিক গ্রামবাসী ভিড় জমান। তাঁদের অনেকে অভিযোগ করেন, ‘এটা নির্বাচনী কর্তাদের গাফিলতি ছাড়া কিছুই নয়।’

Advertisement

খবর পাওয়া মাত্রই জেলা নির্বাচন আধিকারিক ও জেলা শাসক রোশন কুশওয়াহা ঘটনাস্থলে পৌঁছন। তিনি দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে তদন্তের নির্দেশ দেন।

Advertisement

রোশন কুশওয়াহার দাবি, এই স্লিপগুলি আসল ভোটগ্রহণের নয়, বরং ‘মক পোল’ অর্থাৎ পরীক্ষামূলক প্রক্রিয়ায় তৈরি হয়েছিল। তাঁর কথায়, ‘স্লিপগুলি ফেলার ক্ষেত্রে সহকারী রিটার্নিং অফিসারের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। মূল ভোটগ্রহণের পদ্ধতি এতে কোনওভাবে ক্ষুণ্ন হয়নি।’

তিনি আরও জানান, কীভাবে এসব স্লিপ সাধারণ আবর্জনার সঙ্গে মিশে গেল, তা জানতে বিস্তারিত তদন্ত হবে। নির্বাচন কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় মহলে প্রশ্ন উঠছে, পরীক্ষা–নিরীক্ষার স্লিপ হলেও এগুলির সংরক্ষণ ও ধ্বংসের ক্ষেত্রে এমন ঢিলেমি কীভাবে চলল? নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মানুষের যে আস্থা, এই ঘটনা তা নস্যাৎ করতে পারে বলে অনেকে মনে করছেন।

প্রশাসনের দাবি, তদন্তেই সব উঠে আসবে, কার অবহেলায় এই পরিস্থিতি তৈরি হল এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement