• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

এবার সিল্কের ওড়না, ৫৪ কোটি টাকার দুর্নীতিতে ফের বিতর্কে তিরুপতিমন্দির

১,৯৮৯ টাকা করে ১৫ হাজার ওড়নার বরাত দেওয়া হয়েছিল ওই সংস্থাকে। এই সংস্থা তার সহযোগী সংস্থার সঙ্গে মিলে তৈরি করে ওড়নাগুলি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ঘি, প্রণামী বাক্সের পর এবার সিল্কের ওড়না। নতুন বিতর্কে অন্ধ্রপ্রদেশের তিরুপতিমন্দির। এবার বিতর্কের কেন্দ্রে সিল্কের ওড়না। ওড়না নিয়ে বিরাট দুর্নীতিতে নাম জড়াল তিরুমালা তিরুপতি দেবাস্থনম বা টিটিডিকে ওড়না সরবরাহকারী সংস্থা ভিআরএস এক্সপোর্টস-এর। জানা গিয়েছে, দুর্নীতির পরিমাণ অন্তত ৫৫ কোটি টাকা। দাবি করা হচ্ছে, গত ১০ বছর ধরে খাঁটি তুঁত সিল্কের নামে তিরুমালা তিরুপতি দেবাস্থনম বা টিটিডিকে সরবরাহ করা হচ্ছিল পলিয়েস্টারের সস্তার ওড়না। এই অভিযোগ সামনে আসতেই অন্ধ্রপ্রদেশের দুর্নীতি দমন ব্যুরোকে তদন্তের নির্দেশ দিয়েছে টিটিডি।

টিটিডির তরফে জানানো হয়েছে, যে সংস্থাকে ওই ওড়নার টেন্ডার দেওয়ার সময় তাদের সঙ্গে চুক্তি ছিল ২০/২২ ডেনিয়ার সুতা দিয়ে বোনা খাঁটি তুঁত সিল্কের ওড়না সরবরাহ করার। যার একদিকে সংস্কৃতে এবং অন্যদিকে তেলেগুতে “ওম নমো ভেঙ্কটেশায়” লেখা থাকার কথা। পাশাপাশি শঙ্খ, চক্রের মতো প্রতীকের ছবি থাকার কথা। কিন্তু পরে তদন্তে দেখা যায় ওই ওড়নায় রেশমের সুতোর বদলে ব্যবহার করা হয়ে সস্তার পলিয়েস্টার। ভিআরএস এক্সপোর্টস নামে একটি সংস্থা সরবরাহ করত এই ওড়না। এই ওড়নার নমুনা বিশ্লেষণ করার জন্য পাঠানো হয়েছিল পরীক্ষাগারে সেখানেই ধরা পড়ে গোটা ঘটনা।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ১,৯৮৯ টাকা করে ১৫ হাজার ওড়নার বরাত দেওয়া হয়েছিল ওই সংস্থাকে। এই সংস্থা তার সহযোগী সংস্থার সঙ্গে মিলে তৈরি করে ওড়নাগুলি। জানা যাচ্ছে, ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫৪.৯৫ কোটি টাকার ওড়না সরবরাহ করেছিল সংস্থা। অনুমান করা হচ্ছে যার বেশিরভাগটাই ভুয়ো। মন্দির কমিটির আবেদনের ভিত্তিতে গোটা ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে ভিজিল্যান্স বিভাগ।
উল্লেখ্য, এর আগে তিরুপতি মন্দিরে ভেজাল ঘি ব্যবহার করে লাড্ডু তৈরির অভিযোগ ওঠে। সেই প্রসাদ বিতর্কে গোটা দেশে শুরু হয় বিতর্ক। মামলা গড়ায় আদালত পর্যন্ত। এরপর ১০০ কোটি চুরির ঘটনায় নাম উঠে আসে তিরুপতি মন্দিরের। তিরুপতির প্রণামী বাক্স থেকে ১০০ কোটি টাকা চুরি হয়ে যায়। এই ঘটনা ঘটেছিল ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে বলে পরে জানায় মন্দির কর্তৃপক্ষ। এবার সিল্কের ওড়নায় নিয়ে ফের বিতর্কে তিরুপতির মন্দির।

Advertisement

Advertisement