নরেন্দ্র মােদি কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বদরাকে ‘শাহেনশা’ বলে সম্বােধন করে কটাক্ষ করেছেন।
বুধবার হরিয়ানার ফতেহাবাদে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মােদি রবার্ট বদরার নাম না করে তাকে ‘শাহেনশা’ বলে অভিহিত করে কৃষকদের জমি লুটের অন্যতম নায়ক বলে উল্লেখ করেছেন। এখন ‘শাহেনশা’ কে জেলের ঘানি টানানাের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি হুমকি দেন।
নিজেকে ‘চৌকিদার’ আখ্যা দিয়ে মােদি জানান, কৃষকদের লুটের নায়ককে তিনি আদালতে হাজির করেছেন। শাহেনশা এখন জামিনের জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজেকে যতই শাহেনশা ভাবুন না কেন, এখন তিনি বেশ কিছুটা ভয় পেয়েছেন।
ইতিমধ্যেই তাকে জেলের দরজা দেখিয়ে দিয়েছি বলে মােদি দাবি করেন। এবার ভােটে আপনার বিজেপিকে ক্ষমতায় ফেরালে, তাহলেই পরবর্তী পাঁচ বছরে তাকে জেলে ঢোকাবেন বলে মোদি দাবি করেন।
উল্লেখ্য ভুপিন্দর সিং হুডার মুখ্যমন্ত্রিত্বকালে রবার্ট বদরা গুরগাঁওয়ে জমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে বলে অভিযােগ। এরপর বিজেপি ক্ষমতায় এসে ২০১৫ সালে ১৪ মে সংশ্লিষ্ট জমি কেলেঙ্কারি উদঘাটনে বিচারপতি ধিংরা কমিশন নিয়ােগ করে। ধিংরা কমিশন ২০১৬ সালের ৩১ অগস্ট সরকারের কাছে ১৮২ পাতার রিপাের্ট পেশ করে। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় সংশ্লিষ্ট রিপাের্ট প্রকাশ করা হয়নি।
সম্প্রতি রবার্ট বদরার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে লন্ডনের ব্রায়ানস্টোন স্কোয়ারে ১.৯ মিলিয়ন পাউন্ড মুল্যের সম্পত্তি ক্রয় মামলার সঙ্গে সংযুক্ত। সম্পত্তিটি রবার্ট বদরার নামে নথিভুক্ত।
অন্যদিকে মােদি কুরুক্ষেত্রে এক জনসভায় কংগ্রেস দলের বিরুদ্ধে তাঁর মায়ের নামেও কুৎসা করার অভিযােগ এনেছেন। কংগ্রেসের এক নেতা নাকি মােদিকে ‘কীট’ বলে অভিহিত করার প্রেক্ষিতে মােদি এই অভিযোগ করেছেন।
মােদি আরও অভিযােগ করেছেন, কংগ্রেসের এক নেতা তাঁকে ‘পাগলা কুকুর’ এবং অন্য এক নেতা ‘ভষ্মাসুর’ বলে আখ্যা দিতেও পিছপা হননি।
তিনি অভিযােগ করেছে, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তাঁকে ‘হনুমান’ এবং অন্য এক প্রাক্তন মন্ত্রী তাঁকে ‘দাউদ ইব্রাহিমে’র সঙ্গে তুলনা করেছেন। ‘এমনকী এই সব নেতা প্রধানমন্ত্রী হওয়ার পর আমার মা ও বাবাকে নিয়েও কুৎসা করতে পিছিপ হননি। তারা প্রশ্ন তুলেছেন আমর বাবা কে ছিলেন। এসবই করা হচ্ছে তিনি কংগ্রেসের পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ জানানাের পর। আমি তাদের দুর্নীতি ও পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ করেছি এটাই আমার অপরাধ’ বলে মন্তব্য করেন মােদি।