• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইনের শাসন নেই উত্তরপ্রদেশে, যােগীর বিরুদ্ধে খােলা চিঠি ৮৭ জন প্রাক্তন আমলার 

উত্তরপ্রদেশে ফের বিজেপি যদি ভােটে জেতে, তাহলে যোগী আদিত্যনাথ আদৌ মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে বিজেপির অন্দরেই ধন্দ রয়েছে।

যোগী আদিত্যনাথ (Photo: IANS)

উত্তরপ্রদেশে ফের বিজেপি যদি ভােটে জেতে, তাহলে যোগী আদিত্যনাথ আদৌ মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে বিজেপির অন্দরেই ধন্দ রয়েছে। 

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন হতে এক বছরও বাকি নেই। এমনই এক সময়ে যােগী সরকারের বিরুদ্ধে মুখ খুললেন ৮৭ জন প্রাক্তন আমলা। তাদের অভিযােগ, যােগীর আমলে রাজ্যের শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। রাজ্যে আইনের শাসন নেই বললেই চলে। 

Advertisement

এই ৮৭ জন প্রাক্তন আমলা যে অভিযােগ নিয়ে এসেছে, তার মধ্যে রয়েছে সমালােচকদের বিরুদ্ধে অপরাধ আইনে পদক্ষেপ, বিচার ছাড়াই হত্যা, সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মান্তকরণের আইনের অপব্যবহার, কোভিড নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা। 

Advertisement

যেভাবে উত্তরপ্রদেশের সরকার চলছে, সেখান থেকে সাংবিধানিক মূল্যবােধ ও রাজ্যের আইনের শাসন বহু যােজন দূরে। দ্রুত ব্যবস্থা না নিলে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে বলে চিঠিতে অভিযােগ জানিয়েছেন এই প্রাক্তন আমলারা।

Advertisement