পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিল ব্যবসায়ী সংগঠন

পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সেই সঙ্গে জিএসটির নিয়ম পুনর্বিবেচনার দাবিতে শুক্রবার ভারত বধের ডাক দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।

Written by SNS Delhi | February 26, 2021 11:25 am

প্রতীকী ছবি (File Photo: iStock)

পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সেই সঙ্গে জিএসটির নিয়ম পুনর্বিবেচনার দাবিতে শুক্রবার ভারত বধের ডাক দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ( সিএআইটি )। এদিন দেশজুড়ে বিক্ষোভ কর্মসুচিরও ডাক দেওয়া হয়েছে।

ভারত বনধকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপাের্ট ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশন (এআইটিডব্লউএ)। সংগঠনটি চাক্কা জামের কর্মসুচিও পালন করবে বলে জানিয়েছে। ব্যবসায়িক সংগঠনের ডাকা বনধে দেশের চল্লিশ হাজার ব্যবসায়ী সংগঠন যােগ দিচ্ছে বলে দাবি করা হয়েছে।

দেশের কমপক্ষে আট কোটি ব্যবসায়ী এই বনধে সামিল হচ্ছেন। দেশ জুড়ে প্রায় দেড়হাজার জায়গায় বিক্ষোভ কর্মসুচির ডাক দেওয়া হয়েছে। সকাল ছ’টা থেকে রাত আটটা চাক্কা জাম পালন করা হবে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তারই প্রতিবাদে এই বনধ।