দু’বছর পর তিন দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’বছর পর তিন দিনের ইউরোপের তিনটি দেশে সফরে গেলেন। সফর শুরু হল জার্মানি দিয়ে। সোমবারই তিনি সে দেশের রাজধানী বার্লিনে পৌঁছেছেন।

Written by SNS Delhi | May 3, 2022 7:49 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’বছর পর তিন দিনের ইউরোপের তিনটি দেশে সফরে গেলেন। সফর শুরু হল জার্মানি দিয়ে। সোমবারই তিনি সে দেশের রাজধানী বার্লিনে পৌঁছেছেন।

সোমবার জার্মানিতে তিনি চ্যান্সেলার ওলাফ স্কোলজের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এ ছাড়াও দু’দেশের বাণিজ্যিক আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে তিনি অংশ নেবেন।

বার্লিনে পা রেখে প্রধানমন্ত্রী একটি টুইট করে লিখেছেন, ‘বার্লিনে পৌঁছলাম। সোমবার চ্যান্সেলার ওলাফ স্কোলজে সঙ্গে একটি বৈঠক রয়েছে।

এ ছাড়া বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে আমি বক্তব্য রাখব। আমি নিশ্চিত যে এই সফর ভারত ও জার্মানির মধ্যে বন্ধু ত্বকে বাড়িয়ে তুলবে।

জার্মানি থেকে ৩ মে প্রধানমন্ত্রী যাবেন ডেনমার্কে। রাজধানী কোপেনহাগেনে একটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি যোগ দেবেন।

যে বৈঠকে ডেনমার্কের প্রতিনিধি ছাড়াও উপস্থিত থাকবেন ফিনল্যান্ড, তিন সুইডেন, নরওয়ে এবং আইসল্যান্ডের প্রতিনিধিরা। ৪ মে প্রধানমন্ত্রী যাবেন ফ্রান্সে।

সেখানে পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল মাকরের সঙ্গে একটি বৈঠক করবেন। এই দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ২৫ টি কর্মসূচিতে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রাক্তন সচিব তরুণ কাপুর।

সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে জানানো হয়েছে, ওই পদে তাঁর কার্যকালের মেয়াদ আগামী দু’বছর।

১৯৮৭ ব্যাচের হিমাচল প্রদেশ ক্যাডারের আইএএস তরুণকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি।