• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মৃত্যুর সংখ্যা, উদ্বেগে কেরল

ফের ১০ হাজারের ঘরে নেমে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। ১০ হাজারের নীচে ছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।

ফের ১০ হাজারের ঘরে নেমে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। ১০ হাজারের নীচে ছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ৩ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৩ জন দেশে মোট আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। দৈনিক সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এর মধ্যে ৩১৪ জনই কেরলের।

Advertisement

গত ২৪ ঘণ্টায় কেরলে মৃত্যু বৃদ্ধিতে বেড়েছে দেশেরও দৈনিক মৃত্যুও। দেশের বাকি রাজ্যগুলিতে যদিও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে দৈনিক মৃত্যু দশের বেশি।

Advertisement

বাকি সব রাজ্যে তা দশের কম। আক্রান্তের সংখ্যা কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে প্রায় দু’হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ জন।

Advertisement