• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চন্দনকাঠের অন্তিম শয্যা, মুখাগ্নি দিলেন ছোট বোন পামী

মৃত্যুর প্রেক্ষাপটে অসম সরকার নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। প্রথম ময়নাতদন্তে বলা হয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রবিবার অসমে পৌঁছেছে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের নিথর দেহ। মঙ্গলবার প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সরুসজাই স্টেডিয়াম থেকে শুরু করে আশেপাশের সড়কগুলোও অনুরাগীদের উপস্থিতিতে উপচে পড়ে।

অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য হৃদয়বিদারক। চন্দনকাঠ দিয়ে তৈরি অন্তিম শয্যায় শায়িত জুবিনকে শেষ বিদায় জানান তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনরা। মুখাগ্নি দেন ছোট বোন পামী বড়ঠাকুর। উপস্থিত ছিলেন গায়কের ঘনিষ্ঠ সহকর্মী অরুণ এবং কবি-গীতিকার রাহুল। স্ত্রী গরিমা শেষ পর্যন্ত পাশে থেকে এক মুহূর্তও সরেননি।

Advertisement

ভিডিয়োতে দেখা গেছে, শেষ মুহূর্তে অনুরাগীদের আবেগময় উপস্থিতি এবং শ্রদ্ধার ঢেউ। সোমবারও স্টেডিয়ামে অনুরাগীরা ভিড় করেছেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন জুবিনের চার পোষ্য সারমেয়কে শেষ যাত্রায় নিয়ে আসা হয়েছে।

Advertisement

মৃত্যুর প্রেক্ষাপটে অসম সরকার নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। প্রথম ময়নাতদন্তে বলা হয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তবে কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে যাওয়ায় মঙ্গলবার পুনঃময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুবিনের অনুরাগীরা সামাজিক মাধ্যমে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শিল্পীকে শেষ বিদায় দেওয়ার সময় পুরো অসম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর পরেও জুবিন গার্গের কণ্ঠ এবং সঙ্গীত অনুরাগীদের মনে অমর হয়ে থাকবে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা অনেককে আবেগময় করে তুলেছে।

Advertisement