Advertisement
Advertisement
শ্রীনগর, ৩ অগাস্ট – জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট দ্রুত সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট ৩০ সেপ্টেম্বেরের মধ্যে ভোট পর্ব শেষ করার নির্দেশ দিয়েছে। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন দ্রুত ভোট সম্পন্ন করে ফেলতে চায়। আগামী ৭ ও ৮ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ শ্রীনগরে যাচ্ছে। কমিশন সেখানে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পাশাপাশি সেনা, আধা সেনা, পুলিশ এবং রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। মে আসে লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরে নিরাপদে ভোট অনুষ্ঠিত হয়। জঙ্গিদের হুমকি উপেক্ষা করে বিপুল সংখ্যায় ভোট দেন সেখানকার মানুষ। ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আশা প্রকাশ করেছিলেন, এরপর উপত্যকায় নির্বিঘ্নে বিধানসভার ভোট করানো সম্ভব হবে। সম্প্রতি জঙ্গিদের হামলায় বার বার রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। শহিদ হয়েছেন জওয়ানরা। প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। হামলার ঘটনা ঠেকানো না যাওয়ায় উদ্বিগ্ন কেন্দ্রও। প্রশাসন মনে করছে, ভোট আটকাতেই বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি সংগঠনগুলি হিংসার আশ্রয় নিচ্ছে। এই পরিস্থিতিতে চলতি বছরই বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে উপত্যকায়। কাশ্মীরের আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি এবং জাতীয় দল কংগ্রেস অনেক দিন ধরেই বিধানসভা ভোটের দাবি জানিয়ে আসছিল। বিধানসভা ভোটের জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, তাতে নিরাপত্তা বাহিনীর চিন্তা বেড়েছে।
Advertisement
Advertisement
© 2025 - All rights reserved.