মহিলা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আমেরিকা।

Written by SNS August 7, 2023 10:50 am

আমেরিকা:- মহিলা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আমেরিকা। রবিবার মেলবোর্নে পেনাল্টি শ্যুট-আউটে মেগান রাপিনো, অ্যালেক্স মর্গ্যানদের হারিয়ে দিল সুইডেন। নির্ধারিত ৯০ মিনিট এবং ৩০ মিনিটের অতিরিক্ত সময়ের পরও খেলার ফলাফল গোলশূন্য ছিল। পেনাল্টি শ্যুট-আউটে চরম নাটকীয়তার সাক্ষী থাকে মেলবোর্নের রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম। একটা সময় গোল করতে পারলেই কোয়ার্টার-ফাইনালে উঠে যেত বিশ্বের এক নম্বর দল আমেরিকা। কিন্তু সেটা হয়নি। উলটে ৫-৪ ব্যবধানে পেনাল্টিতে জিতে যান সুইডিশরা। জানা গিয়েছে, পেনাল্টি এতটাই নাটকীয় হয় যে আমেরিকার গোলকিপারের অ্যালিসা নাহরেরে ষষ্ঠ শটে গোল হয়েছে কিনা, তা দেখার জন্য ভারের সাহায্য নেওয়া হয়। যা গোল হিসেবে দেন রেফারি। আর যে শটে বিশ্বের তিন নম্বর সুইডেন জেতে, সেই শটটা প্রায় বাঁচিয়ে দিয়েছিলেন অ্যালিসা। কিন্তু বলটা ঘুরে গোললাইনে ঢুকে যায়। যা গোল হয়েছে বলে জানিয়ে দেন রেফারি। টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডে এসেছিল আমেরিকা তা ভেঙে গেল। পুরুষ বা মহিলা বিশ্বকাপ-কোনও দেশই টানা তিনবার বিশ্বকাপ জিততে পারেনি। পরপর দু’বার বিশ্বকাপ জিতেছে আমেরিকা মহিলা দল। পুরুষদের ক্ষেত্রে টানা দু’বার বিশ্বজয় জয় করেছে ইতালি এবং পেলেদের ব্রাজিল। সূত্রের খবর, এই প্রথমবার বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’ পর্ব থেকে ছিটকে গেল আমেরিকা। এতদিন বিশ্বকাপে আমেরিকার সবথেকে খারাপ ফল ছিল তৃতীয়। তিনবার তৃতীয় হয়েছিল আমেরিকা। আগের আটটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলেন মার্কিন মেয়েরা। আর আমেরিকার স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সেটার বেশিরভাগ কৃতিত্ব প্রাপ্য সুইডিশ গোলকিপার জেকিরা মুসোভিচের। যিনি আমেরিকার ২২টি শটের মধ্যে ১১টি শটই রুখে দিয়েছেন। ১২০ মিনিটে যে আমেরিকার নামের পাশে কোনও গোল যুক্ত হয়নি, সেটার পুরো কৃতিত্ব প্রাপ্য তাঁর। দ্বিতীয়ার্ধে দুটি দুর্দান্ত সেভ করেন। ৮৯ মিনিটে বাঁ-দিকে ঝাঁপিয়ে মর্গ্যানের হেডার রুখে দেন। ৫৩ মিনিটে দুরন্ত প্রতিক্রিয়ায় লিন্ডসে হুরানের নীচু শট বাঁ-হাত দিয়ে রুখে দেন। যে দুটি কার্যত অবরাধিত গোল ছিল। সেখানে সুইডেন কার্যত কোনও গোলের সুযোগ পায়নি। আমেরিকার গোলকিপারকে ম্যাচের একমাত্র সেভ করতে হয় ৮৫ মিনিটে। ১০ গজ দূর থেকে সোফিয়া জেকবসনের শট রুখে দেন অ্যালিসা। পুরো ম্যাচেই আধিপত্য ছিল মর্গ্যানদের আমেরিকার। কিন্তু পেনাল্টিতে সব অঙ্ক উলটে যায়। আমেরিকাকে হারিয়ে কোয়ার্টারে উঠে যায় সুইডেন। আগামী শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ড জাপানের বিরুদ্ধে কোয়ার্টারে নামবেন সোফিয়ারা।