সরকারিভাবে ঘোষিত হল ডুরান্ড কাপের সূচি।

Written by SNS July 24, 2023 10:45 am

কলকাতা:- সরকারিভাবে ঘোষিত হল ডুরান্ড কাপের সূচি। আগামী ৩রা অগাস্ট থেকে শুরু হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। সবুজ মেরুনের প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি ফুটবল দল। গ্রুপ এ-তে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, বাংলাদেশ আর্মি ফুটবল দল। ফলে এই গ্রুপে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ডার্বি ম্যাচ। কবে ডুরান্ডের এই বড় ম্যাচ হবে তা নিয়ে জল্পনা চলছিল।  জল্পনার অবসান ঘটিয়ে রবিবার সকালে সরকারিভাবে ঘোষিত হল ডুরান্ড কাপের সূচি। ১২ অগাস্টে হবে গ্রুপ পর্বের বড় ম্যাচ। যুবভারতীতে বিকেল ৪.৪৫ মিনিটে মাঠে নামবে  মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের আয়োজকরা চাইছে মূল দল নিয়েই ঐতিহ্যশালী এই প্রতিযোগিতায় খেলুক আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু ১২ আগস্ট যদি ডার্বি হয়, সে ক্ষেত্রে পরের দিনটা রি-হ্যাব করতেই কেটে যাবে। এএফসি কাপের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে মাত্র দুই’দিন সময় পাবেন কোচ জুয়ান ফেরান্দো।
কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল খেলাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। সূত্রের খবর, ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে আগামী ৬ অগাস্ট, বাংলাদেশের দলটির বিরুদ্ধে। মহমেডানের প্রথম ম্যাচ ৪ অগাস্ট মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। বড় ম্যাচের আগে ৭ অগাস্ট রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে আরও একটি ম্যাচ রয়েছে সবুজ মেরুনের। আসন্ন ডুরান্ড কাপে আইএসএলের ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলবে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলবে প্রতিযোগিতায়। দুই বছরের জন্য ডুরান্ড কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। অর্থাৎ, ২০২৩ এবং ২০২৪ সালে সোনি স্পোর্টসের চ্যানেলে সরাসরি ডুরান্ড কাপ দেখা যাবে।